প্রকৌশলী আব্দুল খালেক
কেমন দেশে এলামরে ভাই
যেথায় আমি যাই
কথা বলার মানুষ খুঁজি
মানুষ নাহি পাই।
পাইনা কোনো বাংলাভাষী
মনের কথা বলি
ফুটপাথ দিয়ে একা একা
নিজের মনে চলি।
বাড়ি দেখি সারি সারি
মানুষ দেখা যায়না
বারান্দাহীন ঘর বলে
বাইরে বসতে পায়না।
সবাই থাকে ঘরের ভিতর
কোন শব্দ নাই
গাড়ি নিয়ে বাইরে গেলেই
শব্দ তখন পাই।
বাড়ির সামনে গাড়ির সারি
রাস্তার পাশে রাখা
পার্কিং করা গাড়িগুলোর
ফুটপাথে দুই চাকা।
পায়ে হেঁটে চলেনা কেউ
গাড়ি নিয়ে চলে
বাংলা কথা বলেনা কেউ
ইংলিশে সব বলে।
এমন দেশে এসে আমি
পড়লাম এ কোন ধাঁধাঁয়
দেশের মায়া আমায় কেবল
নিত্য প্রহর কাঁদায়।
কবে যাব সেই দেশের বাড়ি
দুঃখ হবে দূর
নদীর পাড়ে বসে শুনব
সেই ভাটিয়ালি সুর।
প্রকৌঃ আবদুল খালেক
ইংল্যান্ড, যুক্তরাজ্য
১৪ জুন ২০২৪, সকাল ৯:০৯
আপনার মতামত লিখুন :