অজানা কারণে আটকা ঢাবির দুই প্রো-ভিসি নিয়োগের প্রজ্ঞাপন


প্রকাশের সময় : অগাস্ট ২৮, ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন / ৯০
অজানা কারণে আটকা ঢাবির দুই প্রো-ভিসি নিয়োগের প্রজ্ঞাপন

রোস্তম মল্লিক ( বিশেষ প্রতিনিধি )

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুইজন অধ্যাপককে প্রো-ভিসি হিসেবে নিয়োগে নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ সাহাবুদ্দিন। স্বাক্ষর করেছেন ফাইলেও। তবুও অজানা কারণে আটকে আছে দুই প্রো-ভিসি নিয়োগের প্রজ্ঞাপন। এ নিয়ে ইতোমধ্যে ঢাবির বিভিন্ন পর্যায়ে চলছে আলোচনা-সমালোচনা।

জানা যায়, গত সোমবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে ভিসি, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সাইমা হক বিদিশা এবং ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইলকে প্রো-ভিসি নিয়োগে সম্মতি দেন রাষ্ট্রপতি।
তবে একদিন পর মঙ্গলবার শুধু উপাচার্যকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হলেও দুই প্রো-ভিসি নিয়োগের প্রজ্ঞাপন এখনো জারি করেনি মন্ত্রণালয়।

বুধবার (২৮ আগস্ট) বিকালে এ ব্যাপারে অধ্যাপক ড. সাইমা হক ও অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইলের সঙ্গে কথা বললে তারা জানান, এখনো প্রজ্ঞাপন তাদের হাতে আসে নি।

অধ্যাপক ড. সাইমা হক বলেন, নিয়োগের বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। সেটা গণমাধ্যমেও প্রকাশিত হতে দেখেছি। তবে প্রজ্ঞাপন এখনো আসে নি। কখন আসবে সে ব্যাপারেও কিছু জানতে পারি নি।

অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল বলেন, শিক্ষা ও গবেষণায় অধিক অবদানের জন্য সরকার আমাকে সুযোগ করে দেবে- সেই প্রত্যাশা রাখছি। প্রজ্ঞাপন এখনো পাইনি। অপেক্ষারত আছি।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশিদ এ বিষয়ে গণমাধ্যমকে জানান, ‘এখনও প্রজ্ঞাপন হয়নি। এর বেশি কিছু বলতে পারবো না।’

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি পক্ষ এ ব্যাপারে বিরোধিতা করায় এবং বর্তমান দুই প্রো-ভিসির (অধ্যাপক সামাদ ও অধ্যাপক সীতেশ) পদত্যাগ না করায় প্রজ্ঞাপন জারিতে বিলম্ব হচ্ছে। তবে শিক্ষকদের একাংশ কেন এ ব্যাপারে বিরোধিতা করছেন এ ব্যাপারে এখনো পরিষ্কার তথ্য জানা যায় নি।


There is no ads to display, Please add some