নুর মোহাম্মদ,
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি-
কদলপুর হামিদিয়া মাদ্রাসার সাবেক অধ্বক্ষ উস্তাদুল উলামা অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ হাফিজুর রহমান (রহ:) এর ৩৭ তম বার্ষিক ওরশ শরীফ ৩০ ডিসেম্বর সোমবার ২০২৪ দিনরাত ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের দ্বারা রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আধারমানিক গ্রামের রহমানিয়া দরবার শরীফ প্রাঙ্গনে অনুস্টিত হবে।
এতে কর্মসূচি হল খতম কোরআান, খতমে খাজেগান, হুজুরের জীবনি আলোচনা, আজিমুশশান মিলাদ মাহফিল, আখেরী মোনাজাত, বাদে এশা তবরুক বিতরণ ও জিকিরে মোস্তফা (সা:)।
উক্ত ওরশ শরীফে সকল ভক্ত, আশেকান ও সংশ্লিষ্ট সকলকে উপস্হিত থাকার জন্য ওরশ এন্তেজামিয়া কমিটি ও দরবারের আওলাদেপাকের পক্ষ থেকে শাহজাদা আলহাজ্ব এম আবু বকর ছিদ্দকী আন্তরিক অনুরোধ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :