মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
‘প্রগতিশীল প্রযুক্তি অন্তর্ভুক্তিমূলক উন্নতি ’ এই প্রতিপাদ্য নিয়ে যশোরের অভয়নগরে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ পালিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন এর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগীতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলায় আওয়ামীলীগের জ্যৈষ্ঠ সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সাগর হুসাইন, উপজেলা তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের কর্মকর্তা আহসান কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :