অভয়নগরে  সুধী সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ১৫, ২০২২, ৮:৫৬ অপরাহ্ন / ৪৩২
অভয়নগরে  সুধী সমাবেশ অনুষ্ঠিত

 

 

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি

 

অভয়নগরে প্রকৌশলী আরশাদ পারভেজ ধোপাদী মডেল স্কুলে আগমন উপলক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় ধোপাদী মডেল স্কুলের আয়োজনে  এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে যশোর জেলা আ’লীগের সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা  প্রকৌশলী আরশাদ পারভেজকে স্কুলের শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেন। এরপর ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ধোপাদী মডেল স্কুলের শিক্ষার্থীরা ও ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শরীর চর্চা উপভোগ করেন। পরে স্কুলে সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রকৌশলী আরশাদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধোপাদী মডেল স্কুলের সভাপতি মকবুল সরদার। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওর্য়াড কাউন্সিলর তালিম হোসেন, রোকেয়া বেগম, সাবেক ওর্য়াড কাউন্সিলর জাকির হোসেন, বিএনপি নেতা মশিয়ার রহমান মশি, ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইসমাইল হোসেন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শ্রমিকলীগ নেতা নজরুল ইসলাম সরদার, আ’লীগ নেতা মোতালেব ফারাজী, রবিউল ইসলাম লুলু, লৎফার মজুমদার, রফিকুল ইসলাম মজুমদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক নওয়াপাড়া পত্রিকার নির্বাহী সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. মফিজুর রহমান দপ্তরী, দফতর সম্পাদক শাহিন হোসেন, নায়েব তহিদুর রহমান তহিদ, নওয়াপাড়া পৌর সেচ্ছাসেবকলীগের  মেহেদী ইসলাম রাজন, প্রাক্তন শিক্ষক পরিতোষ দত্ত, অলিয়ার সরদার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আশিকুর রহমান মিটু।


There is no ads to display, Please add some