অভিযাত্রিকের ২২৬৬তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ২৩, ২০২২, ৭:১৬ অপরাহ্ন / ৪৬৬
অভিযাত্রিকের ২২৬৬তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

অভিযাত্রিকের ২২৬৬তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত
আজ শুক্রবার ২৩ডিসেম্বর,২০২২খ্রি.অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, টাউনহল চত্বর, রংপুরের ২২৬৬তম সাপ্তাহিক সাহিত্য আসর সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, কলম সৈনিক রানা মাসুদ।
আসরে কবিতা পাঠে অংশ গ্রহন করেন, মতিয়ার রহমান, বিমলেন্দু রায়, মাসুম মোর্শেদ, তৈয়বুর রহমান বাবু, জোসেফ আখতার, মোছাঃ জরিফা সুলতানা, মাহমুদ ইলাহী মণ্ডল, রানা মাসুদ, সালমা সেতারা, রোকসানা সিদ্দিক, হাসান স্বজন(সিলেট), মেহেদী হাসান সুমন, মাসুদ বিহঙ্গ ও ধ্রুবক রাজ। রম্যগল্প পাঠ করেন সাঈদ সাহেদুল ইসলাম। সঙ্গীত পরিবেশন করেন, ফারহান শাহীল লিয়ন।
আসরে পঠিত লেখাগুলো নিয়ে তাৎক্ষণিক আলোচনা করেন তৈয়বুর রহমান বাবু । পুরো আসরটি প্রাণবন্ত উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম।


There is no ads to display, Please add some