অভিযাত্রিকের ২৩৪৬ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুলাই ১২, ২০২৪, ১০:২০ অপরাহ্ন / ৯৭
অভিযাত্রিকের ২৩৪৬ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর,রংপুর।

১২ জুন/২০২৪ শুক্রবার বিকেল চারটায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ, টাউন হল চত্বর, রংপুরে ২৩৪৬ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক আহবায়ক কমিটির সম্মানিত আহবায়ক তৈয়বুর রহমান বাবু -এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নূর হাসান চান -এর প্রাণবন্ত উপস্থাপনায় স্বরচিত লেখা পাঠ করেন তৈয়বুর রহমান বাবু, একরাম হোসেন এলিজ, সূফী জাহিদ হোসেন, বাদল রহমান, সালমা হোসেন পপি, জাহিদ হোসেন, ইসহাক ইরানী, মতিয়ার রহমান, রীতা ইরানী, বজলুর রশিদ, জোসেফ আখতার, কামরুজ্জামান দিশারি, ফারহান শাহীল লিয়ন, এস এম শহীদুল আলম, নাহিদা ইয়াসমিন, রেজাউল করিম জীবন, রীতা সিদ্দিকী, ফকরুল ইসলাম, নূর হাসান চান, বজলুর রশিদ, কুশল রায়, রিয়াজুল হক সাগর, লাইক আহমেদ সুইট, তাপস মাহমুদ, মাসুম মোরশেদ, জাহিদ হাসান মামুন, প্রমুখ।

পরিশেষে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।


There is no ads to display, Please add some