অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২২৬৭ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত


প্রকাশের সময় : ডিসেম্বর ৩০, ২০২২, ৭:৪৩ অপরাহ্ন / ৪০৪
অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২২৬৭ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর ঃ

আজ ৩০ ডিসেম্বর/২০২২, শুক্রবার বিকেল ৪.০০ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২২৬৭ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিক সভাপতি রানা মাসুদের-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অভিযাত্রিকের এ আসরটি চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন স্মরণে তাকে নিবেদন করে অনুষ্ঠিত হয়।
সভাপতি রানা মাসুদের প্রাণবন্ত উপস্থাপনায় আসরে কবিতা পাঠ করেন তৈয়বুর রহমান বাবু, জাহিদ হোসেন, মাহমুদ এলাহী মন্ডল, সালমা সেতারা, নাহিদা ইয়াসমিন, জোসেফ আখতার, বিমলেন্দু রায়, ফারহান শাহীল লিয়ন, কুশল রায়, আব্দুস সোবহান, শাহিনা সুলতানা, গোলাম রব্বানী,মাসুদ বশীর, শরীফ সুমন, মাসুদ বিহঙ্গ প্রমুখ। পঠিত লেখাগুলো নিয়ে আলোচনা করেন অভিযাত্রিক সহ-সভাপতি তৈয়বুর রহমান বাবু। অভিযাত্রিকের সকল সদস্য তাদের ২০২২ সালের ফেলে আসা নিজ নিজ সুখস্মৃতি ব্যক্ত করেন।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।


There is no ads to display, Please add some