[gtranslate]

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে গণতন্ত্র মঞ্চের প্রার্থী ডাঃ রানা


প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ৫:১৯ অপরাহ্ন / ৫১
আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনে গণতন্ত্র মঞ্চের প্রার্থী ডাঃ রানা

তারেক রহমান জাহাঙ্গীর,

গাজীপুর প্রতিনিধি :

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র মঞ্চের প্রথম বাছাই তালিকায় প্রকাশ করা হয়, সেই তালিকায় গাজীপুর-২ আসনের মনোনীত হয় নাগরিক ঐক্য গাজীপুর মহানগর এর সভাপতি, জালাল উদ্দিন চিকিৎসা ফাউন্ডেশন ও জালাল উদ্দিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মেডিসিন বিভাগের এইচ. এম.ও, গাজীপুর চিকিৎসা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাসন মেট্রো থানা ১৭ নং ওয়ার্ডের চান্দনা গ্রামের কৃতি সন্তান গরিবের ডাক্তার- ডাঃ রাশেদুল হাসান রানাকে প্রথম বাছাইর মনোনয়ন দেওয়া হয়। এ সময় দৈনিক মুক্ত বলাকার সহ-সম্পাদক তারেক রহমান জাহাঙ্গীর একান্ত সাক্ষাৎকারে ডাঃ রাশেদুল হাসান রানা বলেন, গণতন্ত্র মঞ্চে ৬ টি দল নিয়ে গঠিত, ৬ টি দল থেকে আমাকে প্রথম বাচাইয়ে নির্বাচন করেন, এজন্য আমি গণতন্ত্র মঞ্চের সাবেক দুইবারের ডাকসু ভিপি, নাগরিক ঐক্যে সভাপতি – মাহমুদুর রহমান মান্না, জাতীয় সমাজতান্ত্রিক দল এর সভাপতি- আ.স.ম আব্দুর রব, গণসংহতি আন্দোলনের সভাপতি- জোনায়েদ সাকী, ভাষানী জনশক্তির সভাপতি- সাইফুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি- এড. হাসনাত কাইয়ু্ম, বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক- সাইফুল হক সহ অন্যান্য নেতাকর্মীদের কাছে আমি চির কৃতজ্ঞ। আমি আশা করি গণতন্ত্র মঞ্চে সকলের আমাকে গাজীপুর-২ আসনের এমপি প্রার্থী ঘোষণা দিয়েছে, এই বিশ্বাস গাজীপুরে-২ আসনে জনগণকে সাথে নিয়ে বিপুল ভোটের মাধ্যমে জয়লাভ করে তাদের উপহার দিবো ইনশাল্লাহ। আপনার ভোট ব্যাংক কেমন আছে এই প্রশ্নের জবাবে তিনি বলেন- আমি পেশায় একজন ডাক্তার আমি দীর্ঘদিন যাবত গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭ টি ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি ঔষধ, ফ্রি সেবা দিয়ে আসছি সেই সুবাদে প্রতি ওয়ার্ডে আমার গোপন ভোট আছে, তা পরবর্তীতে আপনাদেরকে জানাবো কারন এটা একটা গোপন বিষয়। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই মান্না ভাইয়ের সালাম নিন কেতলি মার্কায় ভোট দিন, নৌকা ও ধানের শীষ দুই সাপের একই বিষ, কেতলি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এ সময় তিনি গাজীপুর-২ আসনে সকলের কাছে দোয়া ও ভোট চান, যাতে করে গরিব অসহায়দের মানুষের সেবা করতে পারেন।