নাজমুল হোসেন, স্টপ রিপোর্টার-
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪ নং ফেরিঘাট এলাকায় শাহাদৎ মেম্বার পাড়ায়
আগুনে পুড়ে যাওয়া দুই পরিবারের সদস্যদের পাশে দাঁড়ালেন দৌলতদি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী খান।
শুক্রবার ২৭ ডিসেম্বর রাতেই ঘটনা স্থল পরিদর্শন করেন এবং দুইটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন ।
স্থানীয়রা জানান,শহীদের বসতবাড়ির রান্নাঘরের থেকে আগুনের সূত্রপাত ঘটে। এলাকাটি ঘন বসতি হওয়ার কারণে দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়ি রেজাউল করিমের ঘরে। এ সময় শহীদের গোয়াল ঘরে থাকা দুইটি গরু আগুনে পুড়ে যায়। পরিবারের লোকজনের চিৎকার চেঁচামেচিতে ৪ নং ফেরিঘাটে আশেপাশে থাকা লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে তারা ব্যর্থ হন। এ সময় গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তাঁরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে এক থেকে দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয় ।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার বাছের আলী জানান,আমরা খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছায়ে এক থেকে দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হয়েছি।
তিনি আরো জানান, একটি গবাদি পশু ও দুইটি ঘর পুড়ছে । পরিবারটির প্রায় ১৪ থেকে ১৫ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
দৌলতদিয়া ইউনিয়ন শাখার বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী খান বলেন,
আগুনে পুড়ে পরিবারটি সহায় সম্বল সব হারিয়ে আজ নিঃস্ব হয়ে গেছে। এই অসহায় পরিবারের পাশে আমরা সাধ্য অনুযায়ী পাশে দাঁড়ানোর চেষ্টা করছি সমাজের সকল বিত্তবানদের অসহায় পরিবার গুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :