দীপক কুমার সিংহ
যাস না চলে আসিস ফিরে
আবার নিজের ঘরে,
ছোট্ট বেলার হামাগুড়ি চিহ্ন
আছে দালান পরে।
ছোট্ট পায়ের হাঁটি হাঁটি পা পা
দাঁড়াতে শেখার কাঁপা,
আজও ভাসে চোখের সামনে
করিস না রফা দফা।
ছোট্ট হাতে জড়িয়ে ধরে
মা বলে সেই ডাকে,
কানের ভেতর প্রতিধ্বনিত
হয় কাজের ফাঁকে |
গড় গড়িয়ে পড়তে শিখে
আজ বিদেশ ভুঁয়ে তুই,
কষ্টে আছে তোর পিতামাতা
সঙ্গে কাঁদে এই ভুঁই |
খোকা, তোর পড়ে কি মনে?
হাত ধরে যেতিস স্কুলে,
বইয়ের ভারী ব্যাগটা তোর বাবা
নিতে নিজের কাঁধে তুলে |
ভারের বদলে আজ কথার ধার
কাটে তোর মুখের ভাষা,
পিতা মাতা তবুও যায় সব ভুলে
ফিরবে খোকা তাদের আশা |
চোখে জেগে আছে আজও প্রত্যাশা
ফিরবে ঘরে তাদের খোকা,
শোনে পাড়ার লোকের কত কথা
ওরা নাকি ভীষণ বোকা |
অন্তরে করে বিদীর্ণ, চূর্ণ-বিচূর্ণ
তবুও আছে ওরা আশে,
হামাগুড়ি, টলমল পায়ের অন্তিমে
খোকা যদি ফিরে আসে |
আপনার মতামত লিখুন :