মনোয়ার ইমাম,
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত-
প্রতিবারের ন্যায় এই বছর আন্তর্জাতিক মাদকদ্রব্য বিরোধী দিবস উপলক্ষে ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে উস্তি থানার ওসি আসাদুল’র উদ্যোগে একটি বিশাল ও মিছিল বের হয় উস্তি থানা থেকে উস্তি হাট হয়ে উস্তি কেসিপি পাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত। এই মিছিল দেখার মতো। এই মহামিছিলে ভাগ নেয় উস্তি কেসিপি পাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রী কল্লোল মন্ডল ও উস্তি থানার অফিসার সন্তুবাবু।
এছাড়া এই মিছিলে প্রায় শতাধিক শিক্ষার্থী ও ছাত্র ও ছাত্রী উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। তাদের বক্তব্য যে সরকার যখন মাদকদ্রব্য আইনের দ্বারা মাদকদ্রব্য বিক্রি করছেন তখন প্রশাসনের কর্মকর্তারা দেখে দেখতে পায়না। কিন্তু সরকার যদি সক্রিয় ভূমিকা পালন করে তাহলে মাদকদ্রব্য সমাজ থেকে নির্মূল হবে।
তবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। এই উদ্যোগ আগামী দিনে মাদকদ্রব্য সচেতন হতে সাহায্য করবে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে বড় ভূমিকা পালন করতে বাধ্য হবে। তবে পশ্চিম বাংলার সরকার যদি সক্রিয় ভূমিকা পালন করে তাহলে আগামী দিনে মাদকদ্রব্য সমাজ থেকে দূরে থাকবে।
আপনার মতামত লিখুন :