আড়কাইম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল


প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন / ৪০
আড়কাইম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল

 

নিজস্ব প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলার আড়কাইম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৪ ইং সনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল বুধবার (১১ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নাতুন নাহার কাজলের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শেখ ফরহাদ হোসেন এর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির আহবায়ক কমিটির সদস্য সৈনিক রবিউল হক, সোনাগাজী প্রেসক্লাবের সাবেক সভাপতি শহিদুল ইসলাম।
শিক্ষকদের মাঝে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক জেবুন নাহার কাকন,নঈম আরা স্বপ্না,মারজাহান আক্তার,মায়াধন আক্তার, রিপন চন্দ্র রায়,সাহেলা আক্তার, শামীমা সুলতানা।
এসময় ছাত্র/ছাত্রীদের অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নাতুন নাহার কাজল তার বক্তব্যে বলেন আমি আমার ছাত্র /ছাত্রীদেরকে নিজ সন্তানের মত মনে করি,আমি সবসময় তাদের কল্যানে কাজ করি, যতদিন বেঁচে থাকবো আমি আমার ছাত্র/ছাত্রীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে প্রাণান্তকর চেষ্টা করে যাবো। আমি প্রতিনিয়ত তাদের কল্যান কামনা করি, তাদের ভালো ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে সবসময় দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে মানুষের মত মানুষ করে।
পরিশেষে শিক্ষার্থীদের জীবনের সফলতা কামনা করে বিশেষ মুনাজাতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।