আত্তাবেন্নেছা মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে দোয়া ও সবক অনুষ্ঠিত


প্রকাশের সময় : জানুয়ারী ২৫, ২০২৫, ৪:৪৩ অপরাহ্ন / ২৩
আত্তাবেন্নেছা মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে দোয়া ও সবক অনুষ্ঠিত

মোঃ মনির হোসেন সোহেল,
স্টাফ রিপোর্টার-

বহুল আলোচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আত্তাবেন্নেছা মহিলা দাখিল মাদ্রাসার আয়োজনে বার্ষিক ফলাফল, অভিভাবক সমাবেশ, দোয়া ও সবক অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামে ২৫ জানুয়ারি (শনিবার) সকাল ১১ টায় সিনিয়র শিক্ষক নুর মোহাম্মদ মুন্সির সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাদরাসা’র সভাপতি শহিদ উল্যা আমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক খাদ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদরাসা’র সুপার মাওলানা নিজাম উদ্দিন, সাবেক কর কর্মকর্তা ও উপদেষ্টা কমিটির সদস্য জাফর সাদেক, সমাজসেবক ও যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল আজম জগলু, গভর্নিং বডির সদস্য জুলফিকার আলি পলাশ, উপদেষ্টা কমিটির সদস্য হাসানুল হক ফয়সাল ও মনজুর আলম।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, অচিরেই এ প্রতিষ্ঠানকে টিনের ঘর থেকে বহুতল ভবনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।  এ প্রতিষ্ঠান আমার নয় আপনাদের, এ প্রতিষ্ঠানের সুফল আপনি ও আপনার সন্তানরা ভোগ করবেন। দ্বীনি মানসম্মত শিক্ষা ও উন্নত পাঠদানের মাধ্যমে আমরা আপনার সন্তানের দায়িত্ব নিতে চাই। এলাকায় সর্বসাধারণের সহযোগিতা কামনা করছি।

পরিশেষে, গত বার্ষিক ফলাফলের মেধা অর্জনকারীদের মেধাভিত্তিক পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে দেশ ও জাতীর শান্তি কামনা দোয়া পরিচালনা করেন সুপার মাওলানা নিজাম উদ্দিন। প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম ইব্রাহিম খলিল বাবল’র বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।