

মোঃ ফিরোজ আহমেদ,
নওগাঁ জেলা প্রতিনিধি-
নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া এলাকায় টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় হাটু পর্যন্ত পানি জমে গেছে। এতে ঘরবাড়ি, দোকানপাট ও রাস্তাঘাট পানিতে তলিয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। পানি নিষ্কাশনের উপযুক্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও বেহাল হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বয়তল্যাহ সেতুর নিচ থেকে শুরু করে বান্দাইখাড়া সাহা পাড়া হয়ে মধ্যপাড়া পর্যন্ত, এলাকায় এখন পানির নিচে। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের চলাচল করতে হচ্ছে হাটু পানির ভেতর দিয়ে। স্থানীয় চিকিৎসক ডা. মাহবুব আলম জানান, “বৃষ্টির পানিতে আমার চেম্বারের ভিতর পর্যন্ত পানি উঠেছে। বাধ্য হয়ে চেম্বার বন্ধ রাখতে হচ্ছে। রোগীরাও আসতে পারছে না।” অন্য দিকে বাসিন্দারা জানান, বাড়িঘরে পানি ঢুকে পড়ায় চুলা জ্বালানো থেকে শুরু করে দৈনন্দিন কাজেও বিঘ্ন ঘটছে। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতেই এলাকায় পানি জমে থাকে। এলাকাবাসীর দাবি দ্রুত কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা ও টেকসই ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হোক, যাতে ভবিষ্যতে এমন দুর্ভোগ এড়ানো যায়।
আপনার মতামত লিখুন :