আনোয়ারায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৪, ১০:০৬ অপরাহ্ন / ১৮
আনোয়ারায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

 

আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি,

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ মো. খোকন (২৯) নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার জুঁইদন্ডী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খোকন ওই এলাকার মো. জামালের ছেলে।

সেনাবাহিনী জানায়, ‘দীর্ঘদিন যাবত দেশি-বিদেশি মদ, গাজা ও ইয়াবা বিক্রির করছে এমন খবরে সেনাবাহিনীর টহল দল ঝটিকা অভিযান চালিয়ে মো. খোকনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ দেশীয় অস্ত্র (দা-ছোরা) উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য তাকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, গ্রেপ্তারকে আসামিকে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।