আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিষিদ্ধ সময়ে সামুদ্রিক মাছ বহন করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এসময় ট্রাকে থাকা ৫২ মণ চাপিলা মাছ জব্দ করা হয়।
মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সদরের থানার সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. ইশতিয়াক ইমন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, মেরিন ফিশারিজ অফিসার মো. হুজ্জাতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক জানান, জব্দকৃত মাছগুলো বুধবার সকালে ৩০ কেজি হারে ছয়টি এতিমখানায় বিতরণ করে বাকি মাছ ১ লাখ ৩৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
আপনার মতামত লিখুন :