
দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার পূজা মন্ডপ পরিদর্শন করে এনসিপি। বুধবার রাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সংগঠন আকাশ নুর ও আনোয়ারা উপজেলা এনসিপির সংগঠন দেলোয়ার হোসেনের নেতৃত্বে আনোয়ারা সদর, চাতরী, বৈরাগসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেন। পরিদর্শনের সময় পূজা উদ্যোক্তারা ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এনসিপি নেতারা। পূজা উদযাপন কমিটিকে নগদ অর্থ সহায়তা দেন স্বেচ্ছাসেবক দের জন্য। আনোয়ারা উপজেলা এনসিপির সংগঠন দেলোয়ার হোসেন বলেন, যৌক্তিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করাই আমাদের দায়িত্ব। আমরা চাই বৈষম্যহীন সম্পর্ক গড়ে উঠুক। যেখানে কারও প্রাপ্য বঞ্চিত না হয় এবং কেউ অতিরিক্ত সুবিধাও না পায়। বৈষম্য হলেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়। সেই দূরত্ব দূর করতে এনসিপি সবসময় কাজ করবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সংগঠন আকাশ নুর বলেন, বাংলাদেশ সোহার্দ্য আর সম্প্রীতির দেশ। এখানে বৈষম্যের কোন স্থান নেই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই ভাই ভাই। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক উইংয়ের সংগঠক সাজ্জাদ, আহমদ নুর, আরমান, রাসেল, তুষার, শাকিল, উপজেলা যুব শক্তির সংগঠক বোরহান, ফাহিম, করিম, জসিম, মনির, সানি, সাকিব, ফাহিম, জেবর আনোয়ারা উপজেলা ছাত্র সংসদের সংগঠক ফাহিম, রাফসান, শাহারিয়া, মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :