আনোয়ারায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল


প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৫, ৬:৪০ অপরাহ্ন / ১৬
আনোয়ারায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামী। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

মঙ্গলবার (১১ মার্চ) উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় আনোয়ারা ইসলামিক সেন্টারে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বক্তব্য অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, সাংবাদিকরা এক বিশেষ গুণের অধিকারী মানুষ। তাদের সত্য লিখনীর কারণে সত্য সমাজ প্রতিষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী সত্য, সুন্দর ও ইনসাফের রাজনীতি করে। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার এভাবে আনোয়ারার দর্পন এই সাংবাদিক ভাইদের নিয়ে বসার সুযোগ আমাদের দেই নাই। ইনশাআল্লাহ এই বসা আগামীতে আরো সুমধুর হবে।

তিনি সাংবাদিকদের অন্যায়ের বিষয়ে কোন আপোষ না করে দলমতের বাইরে অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন কাজ করার অনুরোধ করেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনির সভাপতিত্বে সেক্রাটারি মাস্টার আবুল হাসান খোকার সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা জামায়াতের দায়িত্বশীল মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ সাইফুদ্দীন, উপজেলা জামায়াতের বাইতুলমাল সেক্রাটারি মাস্টার শহীদুল্লাহ্, সহকারী সেক্রাটারি নাছির উদ্দীন শাহ্, বারখাইন ইউনিয়ন জামায়াতের সভাপতি সাদ্দাম হোসেন।

ইফতার ও দোয়া মাহফিলে আনোয়ারার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। চমৎকার এক আয়োজনের জন্য উপজেলা জামায়াত নেতৃবৃন্দকে সাংবাদিকরা ধন্যবাদ জানান।


There is no ads to display, Please add some