আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে একই দিনে পৃথক দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ও রাতে দুই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আজ বৃহস্পতিবার মরদেহের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের শাখারিয়া গ্রামের লালু ফকিরের ছেলে সানাউল্লাহ’র স্ত্রী রুপা বেগম গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে স্বামীর বাড়ীতে বসে আত্মহত্যা করেন।
একই দিন রাত ৮টার দিকে কুকুয়া ইউনিয়নের আজিমপুর গ্রামের আবদুল আজিজের মেয়ে বাপের বাড়িতে বসে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
সংবাদ পেয়ে পুলিশ তাদের দু’জনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আমতলী থানায় নিয়ে আসে। আজ সকালে ময়না তদন্ত শেষে দুপুরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে।
ওই ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ওই দুই গৃহবধূর আত্মহত্যার কারন সম্পর্কে পরিবারের কেহ কিছু বলতে পারছেন না।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, পৃথক দুটি আত্মহত্যার ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। মরদেহের ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :