আমরাই নারী আমরাই পারি আর নয় পিছিয়ে সামনে যাব এগিয়ে যদি পাই সুযোগ গরবো সুন্দর সমাজ


প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২২, ৭:৩৬ অপরাহ্ন / ৪৫৭
আমরাই নারী আমরাই পারি আর নয় পিছিয়ে সামনে যাব এগিয়ে যদি পাই সুযোগ গরবো সুন্দর সমাজ

 

মো নাহিদ হাসান স্টাফ রিপোর্টার নওগাঁঃ

আর কতকাল নারী হবে
খেলার পাত্র —– না আর না
সময় এসেছে রুখে দারাবার
১/১১/২২ ইং তারিখ সকাল ১১.০০ ঘটিকায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর উপজেলার হলরুমে বাল্য বিয়ে প্রতিরোধ কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত বাল্যবিয়ে প্রতিরোধ সভায় সকলে বাল্যবিয়ের কুফল সম্পর্কে আলোচনা করেন।জনাব মো. ফারুক সুফিয়ান ( উপজেলা নির্বাহী অফিসার) বলেন বাল্য বিয়ে প্রতিরোধে এলাকায় যে সকল ছেলে বা মেয়ের বাল্য বিয়ে হয়েছে তাদের কেস স্টাোরি তৈরি করে, আলোচানা করা যেসকল মেয়েরা বাল্য বিয়ের ঝুকিতে আছে তাদের জরিপ করে সকল মেয়ের অভিভাবক সহ একসাথে এর কুফল দিক গুলো নিয়ে আলোচনা করা তাহলে বাল্য বিয়ে প্রতিরোধকরা সম্ভব হবে। জনাব ফরিদ আহম্মেদ উপজেলা চেয়ারম্যান এর বক্তব্য আলোনা করলেই হবেনা সে সকল মেয়েদের ফলোআপ টিম তৈরি করতে হবে।বাবা মাকে সচেতন থাকতে হবে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন মো.ফারুক সুফিয়ান উপজেলা নির্বাহী অফিসার, জনাব ফরিদ আহম্মেদ উপজেলা চেয়ারম্যান, মো. বজলুর রহমান ইউপি চেয়ারম্যান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর জেলাব্যাবস্থাপক মো. আবু সায়েম, এ্যাসোসিয়েট অফিসার মোসা আফরোজা আইরিন এবং নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের আইন সম্পাদক মো. শাহাদাত মালেক চৌধুরী ও সভাপতি মো. সিরাজুল ইসলাম উপজেলা মডেল প্রেস ক্লাব সভাপতি প্রমুক।


There is no ads to display, Please add some