আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২৫, ১০:১৯ অপরাহ্ন / ৪৩
আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে মক্তব শিক্ষার উদ্বোধন

 

আবদুল্লাহ আল মামুন:

দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের বাতশিরি গ্রামের আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উদ্যোগে স্কুল, কলেজ ও সর্ব সাধারণের জন্য ফ্রি মক্তব শিক্ষার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বাতশিরি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার উপদেষ্টা সমাজসেবক আলহাজ্ব মনছুর রহমান সোহাগ। আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার সভাপতি মাওলানা রহিম উল্লাহ বশিরী এর সভাপতিত্বে ও অত্র সংস্থার সহ সভাপতি আনোয়ারুল ইসলাম শিপনের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা জর্জ কোর্টের অতিরিক্তি পি.পি অ্যাডভোকেট মোঃ আলা উদ্দিন, বাতশিরি নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল চুট্টু মিয়া,সেক্রেটারি হাজী অলি আহাম্মদ রাজা, বাতশিরি বাইতুল আজিম জামে মসজিদের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, আলোকিত বাতশিরি জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর, সিনিয়র সহ সভাপতি মোঃ সিরাজ উদ্দিন পাটওয়ারী, সহ সভাপতি মোঃ সাইফুর রহমান রুমন মিয়া, আইন বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ, বাতশিরি নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা শিব্বির আহাম্মদ, অত্র সংস্থার সহ সভাপতি মোঃ আজিজুর রহমান আজিম, সহ সভাপতি মোঃ মুলকেতুর রহমান, বাতশিরি বাইতুল আজিম জামে মসজিদের খতিব মাওলানা আল আমিন ও মামুন সওদাগর। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষার্থীরাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতা করেন অত্র সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর, উপদেষ্টা আবদুল মান্নান, খুরশিদ আলম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালাহ্ উদ্দিন রিয়ন। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন অত্র সংস্থার সহ সভাপতি মোঃ মোরশেদুর রহমান সুমন, মক্তব বিষয়ক সম্পাদক মোঃ মির হোসেন বাবুল। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন বাতশিরি বাইতুল আজিম জামে মসজিদের সাবেক ইমাম হাফেজ মোঃ জাকের হোসেন। শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র সংস্থার সভাপতি মাওলানা রহিম উল্লাহ বশিরী। সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর বলেন, স্কুল, কলেজের ছাত্র ও সর্বস্তরের মুসল্লীদের জন্য বিনামূল্যে কোরআন শিক্ষা, নামাজ ও প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়েল শিক্ষার সুব্যবস্থা করা হয়েছে।


There is no ads to display, Please add some