সাগর সিকদার,ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
“খেলাধুলার চর্চা করি,শরীর-মন ভালো রাখি” এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চরচারতলা উত্তর পাড়া একতা প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে
একতা স্পোটিং ক্লাবের উদ্যোগে চরচারতলা ইউনিয়নের আশুগঞ্জ সাইলোর বালুর মাঠে অনুষ্ঠিত উক্ত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি উদ্বোধন করেন আশুগঞ্জ সাইলোর অধীক্ষক খন্দকার সেরাজুস সালেকিন।
চরচারতলা উত্তর পাড়া একতা প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টে মোট ৬ টি দল অংশগ্রহন করে ফাইনালে চরচারতলা উত্তর পাড়া কিংস বনাম চরচারতলা উত্তর পাড়া ইউনাইটেড ওঠে আসে।
ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দুটি দলের মধ্যে দূর্দান্ত ও জমজমাট খেলায় চরচারতলা উত্তর পাড়া কিংস চরচারতলা উত্তর পাড়া ইউনাইটেডকে ২-০ গোলে পরাজিত করে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উত্তর পাড়া একতা প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.বিল্লাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরচারতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ কাজী মোঃ মহিউদ্দিন মোল্লা,বিশিষ্ট ঠিকাদার হাজী শফিকুর রহমান, চরচারতলা গ্রামের মুরুব্বী মো.বাচ্চু মিয়া,বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রহিম (মালি মোল্লা),হাজী মোঃ আবুবক্কর মোল্লা,ইঞ্জিনিয়ার আসাদুর রহমান।
খেলায় আগত অতিথিগন বলেন,প্রতি বছর আনন্দ উপভোগ করা ও বিনোদনের উদ্দেশ্য নিয়ে চরচারতলা উত্তর পাড়া একতা প্রিমিয়ার ফুটবল দলটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে। তাদের এ উদ্যোগ সত্যিকার ভাবেই প্রশংসার দাবিদার। খেলাধুলা শরীর চর্চার পাশাপাশি মনকে প্রফুল্ল রাখে। মাদকের করাল গ্রাস ও নানারকম অসামাজিক কার্যকলাপ এবং বিভিন্ন অপরাধ থেকে মুক্ত রাখে।
অতিথিগন আয়োজকগনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতে তারা এ ধরনের ফুটবল টুর্নামেন্ট খেলা অব্যাহত রাখার আহবান জানান।
পুর্বেকার সময়ে গ্রাম বাংলার সবচেয়ে জনপ্রিয় ও ব্যাতিক্রমধর্মী ফুটবল খেলাটি দেখতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে শত শত দর্শক উপস্থিত হয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি উপভোগ করেন।
খেলা শেষে উপস্থিত অতিথিরা ও মুরুব্বিগন চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য যে, উক্ত ফুটবল টুর্নামেন্টের খেলায় সার্বিক দায়িত্বে ও পরিচালনায় ছিলেন জাকির হোসেন,জ্যাক,জুবায়েদ মোল্লা,শফিকুল
সাইম,দিদার,শিহাব,ইকতার,নাহিদ,
রাসেল,মারুফ,রাজু,আব্দুল্লাহ আল ফয়সাল,মোবারক মিয়া,কাজল মিয়া,বলদা রমজান ও সুমন।
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন মোঃ রিয়াদ।
আপনার মতামত লিখুন :