আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে শিশু নির্যাতন প্রতিরোধ, ইতিবাচক অভিভাবকত্ব ও জীবনরক্ষাকারী আচরণসমূহ বিষয়ক দুইদিন ব্যাপি কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ১১ টায় ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বরমান হোসেন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউণ্ডেশনের মহাপরিচালক, সিনিয়র জেলা ও দায়রা জজ আঃ ছালাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইমাম প্রশিক্ষণ একাডেমি এর পরিচালক মোঃ রেজ্জাকুল হায়দার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ। এসময়ে ৩০ জন খতিব, ইমাম-মুয়াজ্জিন উক্ত কর্মশালায় অংশ গ্রহণ করে।
আপনার মতামত লিখুন :