ঈদগাঁওতে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি তালেব সম্পাদক রাশেদ


প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২২, ১:০৫ অপরাহ্ন / ৪২৩
ঈদগাঁওতে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত,  সভাপতি তালেব সম্পাদক রাশেদ

 

মোঃ কাউছার ঊদ্দীন শরীফ ঈদগাঁও কক্সবাজারঃ

Error: Contact form not found.

নবগঠিত ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের প্রথম ত্রি- বার্ষিক কাউন্সিলে ১৭৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আবু তালেব। ৯৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান রাশেদ।

আজ শুক্রবার রাতে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।

এর আগে বিকেলে অত্র বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।
সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
অন্যদের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, রামু- কক্সবাজারের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল সহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হটাতে পারবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে।

স্বাগত বক্তব্য রাখেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও অনুষ্ঠানের সভাপতি মোঃ আবু তালেব।
শোক প্রস্তাব পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মুহিদুল্লাহ ও ছাত্রলীগ নেতা নওশাদ মাহমুদের সঞ্চালনায় সম্মেলনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন। গীতা পাঠ করে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা টিটু কান্ট্রি দে।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ, সংসদ সদস্য শামসুন্নাহার লাইলী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর, প্রশান্ত ভূষণ বড়ুয়া, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) ফোরকান আহমেদ সহ সংশ্লিষ্টরা।
রাতে দ্বিতীয় পর্বের কাউন্সিল অনুষ্ঠানে ২৪৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন বলে জানায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হুমু। এতে সভাপতি পদে দুইজন এবং সাধারণ সম্পাদকে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে আমজাদ হোসেন ছোটন রাজা পেয়েছেন ৬৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবির চৌধুরী হুমু পেয়েছেন ৯০ ভোট। আহমদ করিম শিকদার পেয়েছেন ৫৩ ভোট আর জাহাঙ্গীর আলম জানু পেয়েছেন ৬ ভোট।
মোট কাউন্সিলর সংখ্যা ছিল ২৫০ জন। সভাপতি পদে তিনটি ভোট বাতিল হয়েছে। অনুপস্থিত ছিলেন দুইজন।