সাঈদ হাসান (লিমন) : পাবনা জেলা প্রতিনিধি ঃ
পাবনার ঈশ্বরদী মুলাডুলিতে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪ঃ৩০ মিনিটে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মুলাডুলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা এবং সমাবেশ সঞ্চালনা করেন, মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
কামাল হোসেন মিঠু।
মিঠু বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য বিএনপি-জামাত সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। যদি আমাদের উপরে আক্রমণ করে তাহলে আমরা হাতে চুড়ি পড়ে বসে থাকব না। বিএনপির জামাতের নৈরাজ্য প্রতিহত করার জন্য আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনকে প্রস্তুত থাকার জন্য আহ্বান করে ধন্যবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ শেষ করান। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :