[gtranslate]

উত্তর মোহরায় মোহাম্মদ হানিফ’র ইন্তেকাল


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৬:০৯ অপরাহ্ন / ৭১
উত্তর মোহরায় মোহাম্মদ হানিফ’র ইন্তেকাল

নুর মোহাম্মদ,
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি-

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখা’র সদস্য মোহাম্মদ বেলাল হোসেন’র শ্বশুর শাহজাদা মোহাম্মদ হানিফ (৬৩) গত ২৬ সেপ্টেম্বর-২০২৫ খ্রি. শুক্রবার সকাল ১০ টায় চান্দঁগাও থানাধীন মোহরা ওয়ার্ডের উত্তর মোহরার হযরত ক্বরী ফয়েজ উল্লাহ (রহ:) এর বাড়ীতে ইন্তেকাল করেছেন। উল্লেখ্য তিনি মহান অলিয়ে কামেল হযরত শাহসূফী ক্বারী ফয়েজ উল্লাহ শাহ (রহ:) এর মেজ ছেলে। ইন্তেকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। ঐদিন বাদে আসর তাজ মাঝির বাড়ী জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাহার ইন্তেকালে শোক প্রকাশ করছেন বুড়িশ্চর ছালে ভান্ডার দরবার শরীফের শাহজাদা সৈয়দ আবু ছালেহ মাইজভান্ডারী, সংগঠক এম. এ কাইয়ুম সুজা, সমাজসেবক নূর আহমদ শাহ মাইজভান্ডারী, সংগঠক মোহাম্মদ গোলাম মোস্তফা, সমাজসেবক মোহাম্মদ মহসীন, সমাজসেবক মোহাম্মদ আবদুস সালাম, সংগঠক ও লেখক নুর মোহাম্মদ, সমাজসেবক মোহাম্মদ জেবর মুল্লুক, মাওলানা এম নওশাদুল হক, মাওলানা মোহাম্মদ আমির হোসেন, মরমী শিল্পী মোহাম্মদ মোরশেদ, সংগঠক ডা. সুপন বিশ্বাস, খায়েজ আহমদ নাছির, মোহাম্মদ মুজিবুর রহমান, অঞ্জন দাশ, বেলাল হোসেন আমিরী, মোহাম্মদ আরফাত ইসলাম প্রমুখ। জে/এ