[gtranslate]

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নুরুল হক নুর, সরকারের উদ্যোগে গণঅধিকার পরিষদের সাধুবাদ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৫, ৯:২৯ অপরাহ্ন / ১০৪
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নুরুল হক নুর, সরকারের উদ্যোগে গণঅধিকার পরিষদের সাধুবাদ
ডেস্ক রিপোর্ট :

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর উন্নত চিকিৎসার জন্য সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে সিঙ্গাপুর যাচ্ছেন। রোববার (২১ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে দেরিতে হলেও সরকারের নেওয়া পদক্ষেপের প্রশংসা জানিয়ে বলা হয়, নুরুল হক নুরের সুচিকিৎসার জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে তার জন্য সরকারকে সাধুবাদ জানাচ্ছে গণঅধিকার পরিষদ।

দলটির নেতারা জানান, নুরুল হক নুরের চিকিৎসা সিঙ্গাপুরের খ্যাতনামা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হবে।

গত ২৯ আগস্ট গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেধড়ক লাঠিপেটায় গুরুতর আহত হন নুর। ওই ঘটনায় তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। এরপর দীর্ঘদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ওই হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছে গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল।

এর আগে এই মাসের শুরুর দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

নেতাকর্মীরা নুরের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং চিকিৎসা শেষে তার সুস্থভাবে দেশে ফেরার আশা প্রকাশ করেছেন।