ডেস্ক রিপোর্টঃ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরেক কর্মকর্তার এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ, জব্দের আদেশ দিয়েছে আদালত।
ছাগল-কাণ্ডে ফেঁসে যাওয়া মতিউর রহমানের পর দুর্নীতির দায়ে অভিযুক্ত এই কর্মকর্তা হলেন এনবিআরের আয়কর ইউনিটের প্রথম সচিব (ট্যাক্সেস অ্যান্ড লিগ্যাল এনফোর্সমেন্ট) কাজী আবু মাহমুদ ফয়সাল।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে দেখা গেছে, এনবিআরের এই কর্মকর্তা প্রায় এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত তার স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ করার নির্দেশ দেন।
কাজী আবু মাহমুদ ফয়সালের জব্দকৃত সম্পদের মধ্যে ঢাকায় একটি ফ্ল্যাট এবং দুটি ১০ কাঠার প্লট রয়েছে। এছাড়াও আদালত তার, তার স্ত্রী এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তির কাছে থাকা দুই কোটি ৫৫ লাখ টাকার সঞ্চয়পত্র জব্দের আদেশ দিয়েছেন।
আপনার মতামত লিখুন :