
জহির রায়হান,
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ এর প্রতিবাদে এনসিপি কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। এনপিপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গালর্স স্কুল মোড় বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন এনসিপি কাউনিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, যুগ্ন সমন্বয়কারী জিল্লুর রহমান, জেলা সংগঠক মোস্তাইন বিল্লাহ, সদস্য আশিকুর রহমান আশিক, টেপামধুপুর ইউনিয়ন সমন্বয় কারী আব্দুল খালেক, মোসলেম উদ্দিন প্রমূখ। বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবী জানান। জে/এ

আপনার মতামত লিখুন :