

এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ (রবিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। প্রায় ২৮ হাজার দর্শকের সামনে জমজমাট এই ম্যাচে শিরোপা যে-ই জিতুক, দুই দলকেই অপেক্ষা করছে মোটা অঙ্কের প্রাইজমানি।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, এবারের আসরে চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৬৪ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ১ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।
এর আগে ২০২৩ সালের ওয়ানডে সংস্করণের এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২ লাখ ৫০ হাজার ডলার। আর ২০২২ সালে ছিল ২ লাখ ডলার। সেই তুলনায় এবারের প্রাইজমানি বেড়ে যাওয়ায় টুর্নামেন্টের বাণিজ্যিক গুরুত্ব যে দিন দিন বাড়ছে, তা স্পষ্ট।
সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। ফলে বাংলাদেশি সমর্থকদের চোখ এখন ফাইনালে ভারত-পাকিস্তানের মহারণে। ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার আবহে হবে এক রোমাঞ্চকর ফাইনাল, যেখানে শিরোপার পাশাপাশি বাড়তি গৌরবও থাকবে লড়াইয়ের মূল আকর্ষণ।
আপনার মতামত লিখুন :