

ডেস্ক রিপোর্ট :
এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে ম্যাচ শেষে ট্রফি ও মেডেল নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় দল।
রোববার দুবাইয়ে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে দারুণ লড়াইয়ে পাকিস্তানকে হারালেও ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও তার সতীর্থরা ট্রফি ও মেডেল গ্রহণ করেননি। পাকিস্তানের মন্ত্রী এবং এসিসি সভাপতির হাতে পুরস্কার গ্রহণে আপত্তি জানিয়ে ভারতীয় খেলোয়াড়রা জানান, “যে দেশের সঙ্গে যুদ্ধ চলছে, সেই দেশের প্রতিনিধির কাছ থেকে ট্রফি নেওয়া সম্ভব নয়।”
বিসিসিআই সচিব দেবাজিত শইকিয়া এসিসি সভাপতির আচরণের তীব্র সমালোচনা করে বলেন, “ভারত একটি দেশের সঙ্গে যুদ্ধ করছে। সেই দেশের একজন নেতা আমাদের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল। আমরা তা গ্রহণ করিনি। কিন্তু এর মানে এই নয় যে ভদ্রলোক ট্রফি ও মেডেল নিয়ে নিজের হোটেল রুমে চলে যাবেন। এটি একেবারেই অগ্রহণযোগ্য। আমরা এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ জানাব।”
তিনি আরও বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি এসিসি চেয়ারম্যান যিনি পাকিস্তানের অন্যতম শীর্ষ নেতা, তার কাছ থেকে ট্রফি গ্রহণ করব না। কিন্তু সেই সুযোগে তিনি ট্রফি ও মেডেল নিয়ে চলে যাবেন, এটি অত্যন্ত দুঃখজনক এবং ক্রীড়াসুলভ আচরণ নয়। আমরা আশা করছি দ্রুতই ট্রফি ও মেডেল ফেরত দেওয়া হবে।”
ম্যাচে ভারতের জয় নিশ্চিত করেন তিলক ভার্মা। ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক প্রান্ত আগলে রেখে খেলেন ৫৩ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস। শেষ মুহূর্তে প্রথম বলেই বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করেন রিংকু সিং।
দারুণ এক জয়ে শিরোপা ছিনিয়ে নিলেও ভারতীয় শিবির এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। এসিসি ও বিসিসিআইয়ের এই দ্বন্দ্বে শিরোপা উদযাপনের আনন্দেও পড়েছে কালো ছায়া।
আপনার মতামত লিখুন :