ডেস্ক রিপোর্ট :
ঢাকা, ২৩ সেপ্টেম্বর – এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোর ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তানের ব্যাটসম্যান ফখর জামানের বিতর্কিত আউট নিয়ে উত্তাপ ছড়িয়েছে। হার্দিক পান্ডিয়ার শটের পরে ফখরকে ক্যাচ আউট ঘোষণা করা হলেও, বল উইকেটকিপার সঞ্জু স্যামসনের হাতে পৌঁছানোর আগে মাটিতে লেগেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
থার্ড আম্পায়ারের রিপ্লে দেখে আউট ঘোষণা করা হলেও পাকিস্তান শিবির এই সিদ্ধান্ত মেনে নেয়নি। সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি পাকিস্তানি টিভি চ্যানেল ‘সামা’-তে বলেন, “উনি তো আইপিএল-এও আম্পায়ারিং করবেন, তাই ভারতের পক্ষেই সিদ্ধান্ত দিয়েছেন।” আফ্রিদির দাবি, ফখর আসলে আউট ছিলেন না।
প্যানেল আলোচনায় থাকা পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফও একই সুরে বলেন, “সব অ্যাঙ্গেল দেখানো হয়নি। ফখর তিনটি চার মেরেছে, বুমরাহকেও সামলেছে। তার উইকেট ভারতের জন্য গুরুত্বপূর্ণ ছিল।” সাবেক পেসার শোয়েব আখতারও যোগ করেন, “২৬টি ক্যামেরার মধ্যে কেন শুধু দুইটি অ্যাঙ্গেল দেখানো হলো? ফখর ক্রিজে থাকলে ম্যাচ অন্য দিকে যেতে পারত।”
পাকিস্তান দলের ম্যানেজার নবীদ আকরাম চীমা আনুষ্ঠানিকভাবে ম্যাচ রেফারি ও আম্পায়ারদের কাছে ই-মেইল পাঠিয়ে সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, সব রিপ্লে ব্যবহার করা হয়নি, অথচ স্পষ্ট প্রমাণ ছাড়াই ফখরকে আউট দেওয়া হয়েছে।
ফখর ৯ বল খেলে ১৫ রান করে আউট হন এবং হতাশা নিয়ে ড্রেসিংরুমে ফিরে যান। পাকিস্তান কোচ মাইক হেসনের সঙ্গে তার সংক্ষিপ্ত আলাপে হেসনও অসন্তোষ প্রকাশ করেন।
অন্যদিকে ভারতীয় শিবিরের দাবি, রিপ্লেতে দেখা গেছে স্যামসনের আঙুলের নিচে বল ছিল। কিন্তু পাকিস্তানি শিবির এখনও অভিযোগ করে যাচ্ছে যে সব দিক খতিয়ে দেখা হয়নি, এবং এতে ভারতের সুবিধা হয়েছে।
এশিয়া কাপের এই বিতর্কিত ঘটনা ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এবং থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।R





আপনার মতামত লিখুন :