আবু বক্কর,
কক্সবাজার জেলা প্রতিনিধি-
কক্সবাজার কমার্স কলেজের এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (পিআর এন্ড মিডিয়া) ইমাম খাইর।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সহকারী পরিচালক (প্রমোশন) দরবেশ আলী আরমান, ইংরেজি বিভাগের প্রভাষক আদিল ইলাহী, বিজনেস স্টাডিজ বিভাগের প্রভাষক তাওসিফ আহমেদ ও ইসলামিক স্টাডিজ বিভাগে প্রভাষক নাঈমউদ্দিন মাহমুদ। অর্থনীতি বিভাগের প্রভাষক নার্গিস আক্তার রনির সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মেয়াজ মোর্শেদ ফিরোজ বক্তব্য রাখেন।
সংবর্ধিত শিক্ষার্থীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সঙ্গে সুন্দর আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষও ধন্যবাদ জ্ঞাপন করেন।
আপনার মতামত লিখুন :