তাহেরুজ্জামান সেলিম
বরিশাল সদর, বরিশাল
——————-
নেত্রকোণায় মামার বাড়িতে জন্ম অসীম সাহার
শৈশব ও কৌশোর কাটে বাবার সাথে মাদারীপুরে তাহার।
পিতৃভূমি মানিকগঞ্জে কালিগঙ্গা নদীর তীরে
সাহিত্য চর্চায় কালিগঙ্গা নদীর স্মৃতি ভেসে উঠে তার মনন ঘিরে। অসামান্য অর্থনীতিবিদ অমত্য সেনের জন্ম তাহার দেশে
ভাষা শহীদ,ভাষা সৈনিক আরও কতজন আছে এখানে মিশে।
ধন্য লেখক, ধন্য জাতি,ধন্য সাহিত্যিক,
২১শে পদকে ভূষিত স্বপ্নে সে আধ্যাত্মিক।
সেদিন থেকে পূর্ণতা পেল কবি অসীম সাহা
নির্মল মুখখানা ভেসে উঠল কত সুন্দর তাহা।
বুদ্ধিবৃত্তিক পরিমন্ডলে ঢাকায় মাত্র ক’জনায় তিনিও ছিলেন
জীবনের বেশীর ভাগ সময় সাহাবাগ চত্তরে দিলেন।
হাতির পুল, কাঁটাবনে,নীলখেতে অহরহ সময় দিতেন,
৭৫ বছর বয়সে এসে ছাত্র শিক্ষক মিলনায়তনে যেতেন।
মিলেছেন সাহিত্য অঙ্গনের বিভিন্ন মঞ্চঘিরে,
রাজধানীতে জীবন কাটে দীর্ঘ ছয়দশক ধরে।
বেশ কিছুদিন অসুস্থ আছেন ২১পদক ভূষিত কবি সাহা
সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে, এবার কবি অসীম সাহা।
আপনার মতামত লিখুন :