

এম. জুলফিকার আলী ভূট্টো,
বিশেষ প্রতিনিধি-
গত ২৬ সেপ্টেম্বর বিকেলে ৪ টায় কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কুয়াকাটা পর্যটন হল রুমে “বাংলাদেশ কবিতা উৎসব” অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কবি সংসদ বাংলাদেশ’র কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সহ-সভাপতি কবিতাচক্র ঝালকাঠির সাধারণ সম্পাদক কবি মু. আল আমীন বাকলাই। উদ্বোধন করেন জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আমির হোসেন, ড. মঞ্জুর শহিদ, কবি সুবর্ণা দাস, কবি ফারুক প্রধান, কবি ইকবাল হোসেন, অধ্যাপক মনির হোসেন, প্রধান আলোচক ছিলেন কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কনক, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কবি সংসদ বাংলাদেশ । ঢাকা, ঠাকুরগাঁও, রংপুর, শরীয়তপুর, নরসিংদী, দিনাজপুর, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠিসহ সারাদেশ থেকে শতাধিক কবি সাহিত্যিক সাংস্কৃতিক কর্মীরা কবিতা উৎসবে অংশগ্রহণ করেন।

এতে কবিতাচক্র ঝালকাঠি থেকে কবি মু. আল আমীন বাকলাই, কবি জিল্লুর রহমান, আবৃত্তি শিল্পী জান্নাতুল ইসলাম অনন, সাংস্কৃতিক কর্মী মুক্তা আক্তার অংশগ্রহণ করেন। এ ছাড়া কবিতা আবৃত্তি করেন। বাংলা একাডেমির কবি তারিক সজীব, ডা. হেলাল উদ্দিন খোন্দকার, সাংবাদিক কবি গোলাম আজম সরকার, কবি তাপস মিত্র, লাবণ্য মীমা। প্রধান অতিথি ড. নজরুল ইসলাম তমিজী বলেন আমরা দেশের মানুষকে নিয়ে লেখালেখি করি- দেশ ও জাতির যে কোনো খারাপ সময়ে জাতি গঠনের জন্য এগিয়ে আসি। আমরা আমাদের বিবেক ও মেধা দিয়ে দেশ গঠনের চেষ্টা করি। সভাপতির বক্তব্যে কবি মু. আল আমীন বাকলাই বলেন কবিতা সাহিত্য সংস্কৃতি লালন করে আমরা প্রজন্মকে সুপথে আনতে চাই। বাংলা সাহিত্যের অনেক বড় বড় কবিদের জন্ম বরিশালে। কবি জীবনানন্দ দাশ, সুফিয়া কামাল, আব্দুল গাফফার খান, জারী সম্রাট আব্দুল গনি বয়াতি, কবি কামিনী রায়, কুসুমকুমারী দাস, কবি আসাদ চৌধুরী, আহসান হাবিব, মোজাম্মেল হক, চারণ কবি মুকুন্দ দাস, লোক কবি আব্দুল লতিফ, দার্শনিক আরজ আলী মাতুব্বর, কবি সিকানদার কবীরসহ বহু গুণধর কবি’র জন্ম এই বরিশালে।

প্রকৃতি নদী ও নারী কবি’র প্রেরণার উৎস। একজন নারীর খানিকের সংস্পর্শ, প্রকৃতির অপরূপ সৌন্দর্য কাল উত্তীর্ণ বা যুগ উত্তীর্ণ কবিতার সৃষ্টি করতে পারে। শোভনা’র সংস্পর্শে যেমনি সৃষ্টি হয়েছে বনলতা সেন, ডোম্বি’র সংস্পর্শে চর্যাপদের লুইপা লিখেছেন কাল উত্তীর্ণ আদি বাংলা কবিতা, হেলেনের রূপৌশ্বর্য্যে পুড়ে ছাই হলো ট্রয় নগরী, হোমার লিখলেন বিশ্ব বিখ্যাত সাহিত্যকর্ম ইলিয়াড। বাংলাদেশ কবিতা উৎসব থেকে ২৪ এর গণঅভ্যুত্থানে নিহত এবং আহতদের স্মরণ করে শোক প্রকাশ করা হয়। এ ছাড়াও ৭১ ও ৫২তে নিহতদের স্মরণ করা হয়। লালন সংগীত শিল্পী সদ্য প্রয়াত ফরিদা পারভীনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় অনুষ্ঠানের শুরুতে। অনুষ্ঠানে স্বরচিত কবিতাপাঠ, আবৃত্তি, সংগীতানুষ্ঠান আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপন করেন কবি রলি আক্তার। জে/এ
আপনার মতামত লিখুন :