“করো তুমি ক্ষমা”
এ কে আজাদ
করো তুমি ক্ষমা
হয়তোবা খুঁজে পাবেনা আমায় আর কোনদিন
জানি তুমি ভুলে গেছ-
ভুল করে ভালোবেসেছিলাম বলে আজ কাদঁছি।
করো তুমি ক্ষমা
তোমার কাছে রেখে যাব আমার যত দুঃখ,
আমায় তুমি খুঁজবে
আর কোনদিন পাবে নাকো আমায় তুমি খুঁজে।
করো তুমি ক্ষমা
আকাশের দিকে তাকিয়ে দেখ কত সন্ধ্যা তারা
মিটমিট করে জ্বলছে,
পশ্চিমা অঞ্চল দমকা হাওয়া বইছে জোরে শোরে
বৃক্ষের পাতা ঝরছে।
করো তুমি ক্ষমা
আমিও বৃক্ষের শুকনো পাতার মতো ঝরে যাচ্ছি,
বুকে বইছে যমুনা
নদীর জলের প্রবল ঢেউ যেন নদীর পাড় ভাঙছে।
করো তুমি ক্ষমা
তুমি একমুঠো মাটি দিতে আসিও সমাধি স্থলে,
দেখতে আসিও তুমি–
সাদা কাফনে মোড়ানো আমার লাশটা।
আপনার মতামত লিখুন :