কলকাতার আর জি কর হাসপাতাল কাণ্ডের মূল নায়কের ফাঁসির দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের


প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৪, ৩:২৪ অপরাহ্ন / ১৮
কলকাতার আর জি কর হাসপাতাল কাণ্ডের মূল নায়কের ফাঁসির দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

গত দুই দিন আগে কলকাতার আর জি কর হাসপাতালে এক মহিলা ডাক্তারের মৃত দেহ উদ্ধার করে পুলিশ। এবং সেই ডাক্তার কে আর জি কর হাসপাতালে র চার তালার কনফারেন্স রুমে তার মৃত দেহ পড়ে থাকতে দেখে যায়। তবে এই ডাক্তারের মৃত্যু র আগে তাকে বলপ্রয়োগ করে ধর্ষণ করা হয়েছে বলে মনে করা হয়েছে।

কারণ তার দেহের নিন্মাঙ্গের ক্ষতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। সেই সঙ্গে তার সঙ্গে জবরদস্তি করা হয়েছে। তার দেহের বহু যায়গায় ক্ষতের চিহ্ন দেখা গিয়েছে। এই ঘটনার পর গোটা আর জি কর হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ছাত্র ও ছাত্রীরা। এই ঘটনার পর সঞ্জয় রায় বলে এক যুবক কে গ্রেফতার করা হয়েছে বলে জানান কলকাতা পুলিশের ডিসি শ্রী বিনীত কুমার গোয়েল আই পি এস। এই ঘটনার পর ঘটনার তদন্ত ভার নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা পুলিশ সুপার শ্রী মুলিধর আই পি এস।এখন পর্যন্ত কোনো দোষীদের শান্তি র দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থী ছাত্র ও ছাত্রীরা।

সেই সঙ্গে দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দোষী ব্যক্তির বিরুদ্ধে ট্রাইব্যুনালে উপস্থিত করে ফাঁসি র দাবি করেন। এই ঘটনার পর বিজেপি ও কংগ্রেস এবং বামফ্রন্টের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মৃত মহিলা ডাক্তারের দেহ কে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। ময়না তদন্ত পর তার দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মৃত মহিলা ডাক্তারের পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।