কলসিন্দুরের সাফজয়ী ০৮ ফুটবল কন্যাকে দুই লক্ষ টাকা পুরস্কার প্রদান


প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২২, ১:৩১ পূর্বাহ্ন / ৩৭৫
কলসিন্দুরের সাফজয়ী ০৮ ফুটবল কন্যাকে দুই লক্ষ টাকা পুরস্কার প্রদান

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ

সাফজয়ী বাংলাদেশ মহিলা ফুটবল দলের ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্দুর ইউনিয়নের ০৮ জন কৃতি খেলোয়াড়ের কৃতিত্বের স্বীকৃতিস্বরুপ মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্যারের পক্ষ থেকে ২০০০০০/= দুই লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হয়েছে।

গতকাল  সোমবার (০৭ নভেম্বর ২০২২) তারিখ জেলা পরিষদ মিলনায়তনে সাফজয়ী বাংলাদেশ মহিলা ফুটবল দলের ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার কলসিন্দুর ইউনিয়নের ০৮ জন কৃতি খেলোয়াড়কে দুই লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব জনাব খন্দকার আনোয়ারুল ইসলাম স্যারের নির্দেশনা অনুযায়ী এ পুরস্কারের অর্থ প্রদান করেন বিভাগীয় কমিশনার জনাব মো: শফিকুর রেজা বিশ্বাস। এসময়ে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ।

খেলোয়ারদের পক্ষে পুরস্কারের অর্থ গ্রহণ করেন ফৌজিয়া নাজনীন, উপজেলা নির্বাহী অফিসার, ধোবাউড়া ও ডেভিড রানা চিসিম, উপজেলা চেয়ারম্যান, ধোবাউড়া।