[gtranslate]

কাউনিয়ায় ওলামায়েকেরাম এর নেতৃত্বে দিনের দাওয়াত সম্পর্কে তাবলিগের কার্যক্রম


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৪:৫০ অপরাহ্ন / ৩৩
কাউনিয়ায় ওলামায়েকেরাম এর নেতৃত্বে দিনের দাওয়াত সম্পর্কে তাবলিগের কার্যক্রম
জহির রায়হান কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ

কাউনিয়া উপজেলা জামে মসজিদে ওলামায়ে কেরামের নেতৃত্বে দিনের দাওয়াত সম্পর্কে তাবলীগ জামাত বের হওয়ার লক্ষ্যে গত শনিবার বাদ মাগরিব তাবলিগীগের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করা হয়।

এ সময় বয়ান পেশ করেন ময়মনসিংহ হতে আগত তাবলীগ জামাতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ আশরাফ আলী, মোহাম্মাদিয়া মোহাম্মদপুর মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি মুজাহিদুল ইসলাম, দারুল উলুম রহমানিয়া কওমি মাদ্রাসার পরিচালক
হাফেজ আব্দুল আউয়াল, উপজেলা জামে মসজিদের খতিব আব্দুল লতিফ। তাবলিগী আলোচনা শুনে মুগ্ধ হয়ে
আগামী ২৮/২৯/৩০ সেপ্টেম্বর তারিখে ২০জন যুবক তিন দিনের জামাতে বের হবে এবং
আরও ২/৩/৪ অক্টোবর তারিখে প্রায় ৪০ জন মুসুল্লি দিন শিক্ষার লক্ষ্যে তিন দিনের জন্য যাওয়ার ইচ্ছা পোষণ করছেন।