[gtranslate]

কাউনিয়ায় কীটনাশক পানে যুবকের আত্মহত্যা


প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ৩:২৮ অপরাহ্ন / ৭৮
কাউনিয়ায় কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

জহির রায়হান কাউনিয়া( রংপুর)প্রতিনিধি:

কাউনিয়ায় কীটনাশক পান করে ফুল মাহমুদ (৪৩) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ গ্রামের বাসিন্দা ইব্রাহীম আলীর পুত্র ফুল মাহমুদ (৪৩) শুক্রবার সন্ধ্যার পর বাড়ির লোকজনের অগোচরে ধান খেতে স্প্রে করার জন্য আনা কারেন্ট পোকা মারার কীটনাশক পান করে। কিছুক্ষণ পর সে বাড়ির উঠানে চিৎকার চেঁচামেচি করে ছটফট করতে থাকে। পরে তার মা ফুল মতি বেগম বাড়ী থেকে বের হয়ে এ অবস্থা দেখতে পেয়ে পরিবারের লোকজন কে জানালে দ্রুত তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে সে মারা যায়।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল লতিফ শাহ মৃত্যুর বিষয় টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।