[gtranslate]

কাউনিয়ায় ‘খামারি মোবাইল অ্যাপ’ ব্যবহার কর্মশালা


প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৫, ৩:১৫ অপরাহ্ন / ২৫৪
কাউনিয়ায় ‘খামারি মোবাইল অ্যাপ’ ব্যবহার কর্মশালা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-

বাংলাদেশ স্মার্ট কেসের অগ্রযাত্রার অংশ হিসেবে উদ্ভাবিত ‘খামারি মোবাইল অ্যাপ’ পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রংপুরের কাউনিয়ায়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া আক্তার। কর্মশালায় ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন এসিস্টেন্ট সোসিও ইকোনোমিস্ট ক্রপ জোনিং প্রকল্প বি এ আর সি মো. রিয়াজুল হক রিসোর্ট সেনসিং এনালিস্ট ক্রপ জনিং প্রকল্প বি এ আর সি মোস্তফা আতিকুল মজিদ এছাড়া প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভার কৃষকবৃন্দ অংশগ্রহণ করেন। ‘খামারি মোবাইল অ্যাপ’ এর স্বত্বাধিকারী বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) এবং ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং (আইডব্লিউএম)। অর্থায়ন করেছে কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এবং সার্বিক সমন্বয় করেছে শস্য বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। জে/এ