
জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
সচেতনতা ও দায়িত্বশীলতার অঙ্গীকারে কাউনিয়ায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
এ উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অঙ্কন পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া আক্তার, বিআরডিবি কর্মকর্তা কাকলী, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ও কাউনিয়া প্রেসক্লাবের সহ সভাপতি জসিম সরকার। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা সভায় অংশ নেন।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। চালক, যাত্রী ও পথচারী—সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। নিরাপদ গতি বজায় রাখা ও মানসম্মত হেলমেট ব্যবহারের মাধ্যমে প্রাণহানি ও সম্পদের ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
আলোচনা সভা শেষে নিরাপদ সড়ক বিষয়ে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আপনার মতামত লিখুন :