

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যার ঘটনার প্রতিবাদে রংপুরের কাউনিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফজলুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির শেখ নজরুল ইসলাম, উপজেলা শিবির সভাপতি মোক্তারুল ইসলাম , ও জামায়াতের যুব বিভাগের উপজেলা সভাপতি ডা: আশরাফুল ইসলাম, টেপামধুপুর ইউনিয়ন সভাপতি আবুল কালাম আজাদ বাদল,শহীদবাগ ইউনিয়ন সভাপতি অধ্যাপক এমদাদুল হক ও পৌরসভা সভাপতি আইনুল হক।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বালাপাড়া ইউনিয়ন জামায়াত সভাপতি আব্দুর রহিম।
বক্তারা বলেন, ২৮ অক্টোবরের লগি-বৈঠার নৃশংস হত্যাযজ্ঞ জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। এ ঘটনার দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
আপনার মতামত লিখুন :