

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
কাউনিয়ায় এক হতদরিদ্র কৃষকের পরিশ্রমে গড়া ফুল কপির বাগান রাতের আঁধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাশায় ভেঙে পড়েছেন ওই কৃষক ও তার পরিবার।
ঘটনাটি ঘটেছে রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন গ্রামে ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ক্ষেতে প্রবেশ করে কৃষক আব্দুল কাদেরের জমিতে লাগানো প্রায় ৫ শতাধিক ফুল কপির গাছ কেটে ফেলে রেখে যায়। সকালে জমিতে গিয়ে কাটা অবস্থায় কপির গাছগুলো দেখতে পান কৃষক। মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়েন তিনি।
কৃষক আব্দুল কাদের কান্নাজড়িত কণ্ঠে বলেন,
এই ফুল কপিগুলোই ছিল আমার সংসারের ভরসা। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। আমি বিচার চাই।
স্থানীয়দের ভাষ্য, আব্দুল কাদের একজন পরিশ্রমী কৃষক। অল্প জমিতে ফসল ফলিয়ে পরিবারের ভরনপোষণ চালাতেন তিনি। কিন্তু এভাবে কপির গাছ কেটে দেওয়ায় তার বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলেন,একজন দরিদ্র কৃষকের পরিশ্রমের এমন ফসল নষ্ট করা মানবতার পরিপন্থী কাজ। অপরাধীরা যেন দ্রুত গ্রেপ্তার হয়।
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন,ঘটনাটি জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :