
কাউনিয়া( রংপুর)প্রতিনিধি:
কাউনিয়া উপজেলা নিজপাড়া গ্রামে স্বামী ও ভাসুর,দেবর সহ পরিবারের লোকজনের মারপিটে শরিফা (৩৮) নামের এক নারী হাসপাতালে ব্যাথার যন্ত্রণায় কাতরাচ্ছে।
পারিবারিক সূত্রে জানাগেছে প্রায় ১৭ বৎসর পূর্বে মোছাঃ শরিফা বেগমের সাথে গদাই গ্রামের হাফেজ উদ্দিনের পুত্র মেহের আলীর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য শরিফা বেগম কে মারপিট করা সহ বিভিন্নভাবে অত্যাচার করে আসতেছে। সন্তানের মুখের দিকে তাকাইয়া বিবাদীদের এরূপ অমানবিক কার্যকলাপ সহ্য করিয়া আসতেছে। বিবাদীদের এরূপ কার্যকলাপের বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক করা হয় কিন্তু বিবাদীগণ কোন প্রকার সালিশ বৈঠক মানে না। ঘটনার দিন ০১/১১/২০২২ ইং রাত অনুমান ১১.০০ ঘটিকায় স্বামীর বাড়িতে পারিবারিক বিষয়কে কেন্দ্র করে গালিগালাজ করতে থাকে এবং এলোপাতাড়ী কিল-ঘুষি, লাথি মেরেশরীরের বিভিন্ন অংশে ছেলা-ফোলা থেতলানো জখম করে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :