

জহির রায়হান,
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসবকে ঘিরে শিল্পীরা নিপুণ হাতে প্রতিমা তৈরি ও রংতুলিতে সাজাচ্ছেন মন্ডপে প্রতিমা গুলোকে। কাউনিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা ব্যাপী চলছে শেষ সময়ের প্রস্তুতি। এ বছর উপজেলায় ৭২ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সরেজমিনে উপজেলা বিভিন্ন পূজামন্ডব ঘুরে দেখা গেছে পূজামন্ডপ গুলোতে রং-তুলি হাতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। হাট বাজার গুলোতে চলছে জমজমাট বেচাকেনা। একজন দর্শনার্থী জহরলাল জানান ২৮ সেপ্টেম্বর তিথি লগ্নে দেবীদূর্গা গজে (হাতিতে) চড়ে আগমন তথা মহাশুভষষ্ঠী পূজার মধ্য দিয়ে দূর্গতিনাশিনী দূর্গার সূচনা ঘটবে। ২ অক্টোবর বিজয়াদশমীতে দেবীদূর্গা দোলায় (পালকিতে) চড়ে গমন বা বিসর্জনে শেষ হবে। কাউনিয়া উপজেলা পিএফজি কমিটির সমন্বয়ক সারওয়ার আলম মুকুল জানান, হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শান্তিপূর্ন ভাবে পালনের জন্য পিএফজি কমিটির সকল সদস্য তাদের পাশে থাকবে। উপজেলা পিএফজি কমিটির এ্যাম্বাসেডর আলমগীর চৌধুরী জানান, বিশ শান্তি দিবস পালন কালে আমরা বলেছি কাউনিয়া ভ্রাতৃপ্রতীম সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে প্রশাসন ও এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতায় বিগত বছরের ন্যায় এবারও দূর্গাপূজা আনন্দের শান্তিপূর্ণ পরিবেশে পালিত হবে। কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, উপজেলার ৭২ পুজামন্ডপের মধ্যে ৩২ টি সাধারণ, ২০ টি গুরুত্বপূর্ণ ও ১৬ টি অধিকগুরুত্বপূর্ণ এবং ৪ টি মেট্রোপলিটন হারাগাছ থানার অর্ন্তভূক্ত পুজামন্ডপ হিসেবে চিহ্নিত করে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জে/এ

আপনার মতামত লিখুন :