

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-
কাউনিয়া উপজেলার পূর্বচানঘাট এলাকায় প্রতিষ্ঠিত মিয়াপাড়া রহমানিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানি ও নানা অনিয়ম দূর্নীতির অভিযোগ ওঠেছে। একারণে প্রতিষ্ঠানটি থেকে দিন দিন ছাত্র ছাত্রী হ্রাস পাচ্ছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে অভিভাবক ও এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্ট শিক্ষা অফিসার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ পত্র জমা দিয়েছে। জানা গেছে, দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে এলাকার মুসলিম পরিবারের কোমলমতি শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষা দেয়ার ব্রত নিয়ে কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বড়ুয়াহাট এলাকার পূর্বচানঘাট গ্রামে মিয়াপাড়া রহমানিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা টি প্রতিষ্ঠা করে এলাকা বাসী। ১৯৮৭ সালে এ মাদ্রাসা টি সরকারি রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয়। সেই থেকে এলাকার অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা দেয়ার জন্য অত্র মাদ্রাসায় ভর্তি করান। ওই মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি। কিন্তু সাইফুল ইসলাম দায়িত্ব নেয়ার পর থেকে ছাত্রীদের সাথে শ্রেণি কক্ষে অনৈতিক আচরণসহ ও শ্লীলতাহানির মত ঘটনা ঘটায়। স্বজন প্রীতি ও আর্থিক সুবিধা নিয়ে শিক্ষক নিয়োগ বাণিজ্য করে মোটা অংকের টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও নিয়ম নীতি না মেনে ভূয়া ভোটার লিস্ট তৈরি করে মনগড়া মাদ্রাসা পরিচালনা কমিটি গঠনের পায়তারা চালাচ্ছে প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। তার এসব অপকর্মের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করা হয়েছে এবং ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও অদৃশ্য খুঁটির জোরে তিনি বার বার ছাড়া পেয়ে যাচ্ছেন। এতে করে ওই এলাকার সচেতন অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। সেই সাথে ওই মাদ্রাসায় তাদের মেয়েদের পাঠাতে অনীহা প্রকাশ করছেন। ফলে দিন দিন শিক্ষার্থীশূন্য হয়ে পড়ছে পূর্বচানঘাট মিয়াপাড়া রহমানিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাটি। গত ১১ সেপ্টেম্বর তারিখে প্রধান শিক্ষক খসড়া ও চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ না করেই কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনী তফসীল ঘোষনা করেন। একারণে সর্বশেষ গত ১৪ সেপ্টেম্বর তারিখে পুনরায় প্রধান শিক্ষক সাইফুল ইসলামের নানাবিধ অনিয়মের প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেন এলাকাবাসি। এ ব্যাপারে পূর্বচানঘাট মিয়াপাড়া রহমানিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ তিনি অস্বীকার করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক বলেন, পূর্বচানঘাট মিয়াপাড়া রহমানিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে পৃথক দুইটি অভিযোগ পাওয়া গেছে। ছাত্রী শ্লীনতাহানির অভিযোগটি কাউনিয়া থানা অফিসার ইনচার্জ কে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে। অপর দিকে ম্যানেজিং কমিটির বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই প্রতিষ্ঠানটির কমিটি অনুমোদন করা হবে না বলে তিনি জানান। জে/এ

আপনার মতামত লিখুন :