

জহির রায়হান,
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-
কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সকালে শহীদবাগ স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এই সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নারী কর্মী ও নেত্রী অংশ নেন। সমাবেশে শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান পলাশ, রংপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশনরা বেগম রত্না, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেকেন্দার আলী বিএসসি, সহ-সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, মহিলাদল সব সময় দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছে। জে/এ

আপনার মতামত লিখুন :