কাজিপুরের এক হাজার কৃষক পেলেন প্রণোদনার বীজ ও সার


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৪, ৬:৫৪ অপরাহ্ন / ১১১
কাজিপুরের এক হাজার কৃষক পেলেন প্রণোদনার বীজ ও সার

 

এনামুল হক,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১ হাজার ৫০ জন কৃষক পেলেন উফশী রোপা আমন ধান বীজ ও সার। সোমবার সকাল দশটায় উপজেলা কৃষি অফিস থেকে ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির এই সার ও বীজ বিতরণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

খরিপ-২, ২০২৪-২৫ মৌসুমে কৃষকগণ ৫ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুরের আয়োজনে সকাল ১০টায় স্থানীয় অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহমেদ, ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন, সুলতানা হকসহ উপসহকারি কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ/হ


There is no ads to display, Please add some